স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দু’গ্রামের সংঘর্ষে আহত ৩০ - দৈনিকশিক্ষা

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দু’গ্রামের সংঘর্ষে আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি |

কিশোরগঞ্জের ভৈরবে স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্ত করা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষের ৩০ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি  দোকান ও বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর ও লুট করা হয় ওইসব দোকান ও বাড়িঘরে।

গত সোমবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত পৌর শহরের চ-ীবের ও পলতাকান্দা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পলতাকান্দা গ্রামের স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীকে আসা-যাওয়ার পথে চন্ডীবের গ্রামের কয়েক যুবক উত্ত্যক্ত করে আসছিল। এর জের ধরে সোমবার রাতে সংঘর্ষ বাধে। এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পলতাকান্দা গ্রামের লোকজন চ-ীবের গ্রামের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগসহ বাড়িঘরে ভাঙচুর ও লুট করে।

এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার সকালে রাস্তা আটকে দেয় চ-ীবের গ্রামের লোকজন। ফলে ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী যানবাহনসহ পলতাকান্দা ও কালীপুর গ্রামের লোকজন। পরে পৌর  মেয়রের নির্দেশে রাস্তাটি খুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে পলতাকান্দা গ্রামের উত্ত্যক্তের শিকার শিক্ষার্থীর বাবা বলেন, বেশ কয়েক দিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে চ-ীবের গ্রামের রিয়াদ উত্ত্যক্ত করে আসছে। এর প্রতিবাদ করায় চ-ীবের গ্রামের লোকজন আমাদের গ্রামে হামলা চালায়। ফলে সংঘর্ষের সূত্রপাত হয়।

অভিযোগ অস্বীকার করে চ-ীবের গ্রামের নবী হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগসহ বাড়িঘরে ভাঙচুর ও লুট করেছে। এতে আমাদের প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এলাকায় উত্তেজনা বিরাজ করায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ভৈরব থানার ওসি  মো. গোলাম মোস্তফা।

একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই - dainik shiksha একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক - dainik shiksha শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন - dainik shiksha সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ - dainik shiksha শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা - dainik shiksha দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল - dainik shiksha শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী - dainik shiksha বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0069839954376221