স্কুলমাঠজুড়ে নির্মাণসামগ্রী, দুর্ভোগে শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

স্কুলমাঠজুড়ে নির্মাণসামগ্রী, দুর্ভোগে শিক্ষার্থীরা

নাটোর প্রতিনিধি |

নাটোর শহরতলীর চক আমহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে রাখা হয়েছে রাস্তার কাজের নির্মাণসামগ্রী। দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই স্কুলের মাঠে ফেলে রেখেছেন বালুমিশ্রিত পাথর ও বুলডোজার। এতে দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীরা।

দীর্ঘদিন ধরে স্কুলমাঠে এসব পড়ে থাকলেও তা সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে গতবছর শহরের নান্নুর মোড় থেকে তেলকুপি পর্যন্ত ১০০০ মিটার রাস্তার নির্মাণকাজ শুরু হয়। কাজের ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ টাকা। কাজটি পায় নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান জোবায়দা কনস্ট্রাকশন মালিক হাবিবুর রহমান নয়ন। শুরুর কিছুদিনের মাথায় অজ্ঞাত কারণে কাজটি বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু স্কুলমাঠে রেখে যায় নির্মাণকাজের জন্য আনা বালু-পাথর এবং বেশ কয়েকটি ট্রাক। তবে সম্প্রতি কাজটি আবার শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সরেজমিন দেখা যায়, স্কুলমাঠের অর্ধেকেরও বেশি অংশজুড়ে ফেলে রাখা হয়েছে পাথর ও বালু। মাঠজুড়ে ছড়িয়ে আছে পাথর কুচি। মাঠে নামানো হচ্ছে বালু। ছোট ছোট পাথরকুচি ছড়িয়ে পড়েছে পুরো মাঠে। একটু বাতাস হলেই উড়ছে ধুলাবালি। শ্রেণিকক্ষে ধুলার আস্তরণ। মাঠ দখলে থাকায় শিশুদের খেলাখুলা বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে চক আমহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, স্কুলমাঠে নির্মাণসামগ্রী রাখতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তারা শোনেননি। বালু ও পাথরের কারণে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত এবং খেলাধুলা করতে পারছে না। এটা নিয়ে খুব বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছি।

জানতে চাইলে ঠিকাদার হাবিবুর রহমান নয়ন বলেন, এসব সরকারি কাজের মালামাল। তবে দু-একদিনের মধ্যে তা সরিয়ে নেওয়া হবে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি জামিল হোসেন বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আমরা এগুলো রাখতে দিয়েছি। তবে দু-একদিনের মধ্যেই মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগম বলেন, স্কুলমাঠে নির্মাণসামগ্রী রেখে শিক্ষার্থীদের অসুবিধা করা ঠিক হয়নি। খুব শিগগির এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0066688060760498