স্কুল বন্ধ থাকায় পড়াশোনা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা, গবেষণা - দৈনিকশিক্ষা

স্কুল বন্ধ থাকায় পড়াশোনা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা, গবেষণা

নিজস্ব প্রতিবেদক |

অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকা ও পরীক্ষা পিছিয়ে দেওয়ায় স্কুলগামী কিশোর-কিশোরীরা উদ্বেগ ও দুশ্চিন্তায় ভুগছে। রাজধানী ঢাকার বস্তি এলাকা ও স্বল্প আয়ের মানুষের মাঝে করা একটি গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। গবেষণায় অংশগ্রহণকারীরা আরও জানিয়েছে, স্কুলে শিক্ষকের সহায়তায় পড়াশোনা করা যতটা সহজ, বাসায় বসে পড়াশোনা করা তার চেয়ে বেশ কঠিন। কারণ, অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে পরামর্শ ও দিকনির্দেশনা স্কুল বন্ধ থাকায় কেউ পাচ্ছে না।

গতকাল মঙ্গলবার 'ইয়াং পিপল'স ভয়েসেস ডিউরিং কভিড-১৯ :হাউ দ্য প্যানডেমিক অ্যাফেক্টেড অ্যাডোলেসেন্টস ইন আরবান স্লামস অ্যান্ড লো-ইনকাম সেটেলমেন্টস ইন ঢাকা' শীর্ষক ভার্চুয়াল সভায় গবেষণার ফলাফল ও উপাত্ত নিয়ে আলোচনা করা হয়। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি), জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ (জেপিজিএসপিএইচ) এবং ইনোভেশন ফর পোভার্টি অ্যাকশনের যৌথ গবেষণাটি জেন্ডার অ্যান্ড অ্যাডোলেসেন্স কর্মসূচির আওতায় করা হয়েছে। ইউকে এইডের মাধ্যমে এই গবেষণায় অর্থায়ন করেছে ইউকে সরকার।

সভাপতির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, গবেষণার ইতিবাচক দিক হচ্ছে, নিম্ন আয়ের পরিবার থেকে উঠে আসা কিশোর-কিশোরীরাও করোনাভাইরাসের ব্যাপারে সচেতন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও অ্যাকসেলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেনের প্রকল্প পরিচালক এস এম লতিফ বলেন, দেশে প্রথমবারের মতো জাতীয় কিশোর-কিশোরী স্বাস্থ্য কৌশল গ্রহণ করা হয়েছে।

বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন বলেন, করোনাকালে সৃষ্ট বৈষম্য হ্রাসে আমাদের যা সম্পদ ও প্রযুক্তি আছে, তা নিয়েই প্রতিকারমূলক শিক্ষার ব্যাপারে মনোযোগী হতে হবে।

ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন এবং অধ্যাপক সাবরিনা এফ রশিদ বলেন, এই কিশোর-কিশোরীদের মহামারিকালে অর্থনৈতিক দুরবস্থা, অনিশ্চিত ভবিষ্যতের মতো বিভিন্ন বিষয়ের মুখোমুখি হতে হয়েছে। এগুলো তাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে।

গবেষণার তথ্য ও ফলাফল তুলে ধরেন বিআইজিডির সিনিয়র ফেলো অব প্র্যাকটিস এবং জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশনের প্রধান মাহিন সুলতান এবং ব্র্যাক জেপিজিএসপিএইচের সেন্টার অব এক্সিলেন্স ফর জেন্ডার, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটসের সহকারী পরিচালক ফারহানা আলম। অংশ নেন ইথিওপিয়ার গবেষক ওর্কনেহ ইয়াদেতে, জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জেনিফার সিগার প্রমুখ।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0034770965576172