৩০ সেপ্টেম্বরের আগে খুলছে না রাবির হল - দৈনিকশিক্ষা

৩০ সেপ্টেম্বরের আগে খুলছে না রাবির হল

রাবি প্রতিনিধি |

আগামী ৩০ সেপ্টেম্বর একাডেমি কাউন্সিল সভার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা সম্ভব নয়। রবিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম কিভাবে দ্রুত শুরু করা যায়, সে বিষয়ে কাজ করছে প্রশাসন। সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামী ৩০ সেপ্টেম্বর একাডেমি কাউন্সিল সভা ডাকা হয়েছে। ক্যাম্পাস ও হল কবে খোলা সম্ভব হবে সভায় একটা সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর টিকা নিশ্চিত করার ব্যাপারে তৎপরতা চালিয়ে যাচ্ছি। এছাড়া যাদের ভোটার আইডি না থাকার কারণে টিকা নিতে পারছে না, তাদের জন্মসনদে মাধ্যমে টিকার প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, খুব দ্রুতই এসমস্ত শিক্ষার্থীও টিকার আওতায় আসবে। আমরা চাই শিক্ষার্থীরা অন্তত একটি টিকা নিয়ে ক্যাম্পাসে আসুক। তাছাড়া আবারও স্বাস্থ্যনিরাপত্তা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে সঙ্কা প্রকাশ করেন উপাচার্য।

আসন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, আসলে এখনও সময়টা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। তাছাড়া আমরা যেখানে নিজেদের শিক্ষার্থীদের নিয়ে হিমসিম খাচ্ছি তখন ভর্তিচ্ছু নিয়ে নতুন করে ব্যবস্থা করা খুবই কষ্টর।তবে আমরা চেষ্টা করছি নগর প্রশাসন ও মাননীয় মেয়র মহদয়ের সাথে সমালোচনা সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে একটা ব্যবস্থা গ্রহণ করার। এছাড়া আসন্ন ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান উপাচার্য।

এর আগে, ৩০ সেপ্টেম্বরে মধ্যে হল খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হল বন্ধ রেখে পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম চালুর ফলে শিক্ষার্থীরা রাজশাহীতে অবস্থান করছে। কিন্তু আবাসন সংকট প্রকট আকার ধারণ করায় বিভিন্ন সমস্যা পরছেন তারা। তাছাড়া এমন আবাসন সংকটের মধ্যেই আসন্ন ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের আবাসন সংকটসহ সার্বিক দিক বিবেচনায় দ্রুত হল-ক্যাম্পাস খোলার দাবি জানান শিক্ষার্থীরা।

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0071392059326172