৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ, ১৭০ ম্যাজিস্ট্রেট নিয়োগ - দৈনিকশিক্ষা

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ, ১৭০ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক |

করোনার প্রাদুর্ভাবের কারণে পরীক্ষা পেছানোর দাবি উঠলেও আগামী ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে অনড় সরকারী কর্মকমিশন (পিএসসি)। এ লক্ষ্যে আসন বিন্যাস প্রকাশের পর বৃহস্পতিবার কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ১৭০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এদিকে করোনার কারণে গতবছরের মতো এ বছরও মাধ্যমিকে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

গত কয়েকদিনে করোনা আক্রান্ত ও মৃত্যুর উদ্বেগজনক সংখ্যা সামনে আসার পর বিভিন্ন মাধ্যমে আগামী ১৯ মার্চের ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবি উঠেছে। পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ফোরামে। এরই মধ্যে ৪১তম বিসিএস প্রার্থীদের টিকা দেয়ার পর পরীক্ষা শুরু করার দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। এজন্য অবিলম্বে পরীক্ষা পেছানোরও দাবি জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের মতো বিসিএস পরীক্ষার্থীদের টিকার আওতায় এনে তারপর পরীক্ষা নেয়ার দাবি তাদের।

তাদের দাবি, করোনা পরিস্থিতি এখনও এমন পর্যায়ে যায়নি যে, পৌনে পাঁচ লাখ শিক্ষার্থীকে পরীক্ষা হলে বসাবেন। বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর আবাসিক হল খোলার পর শিক্ষার্থীদের টিকার আওতায় এনে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি তুলেছেন তারা। করোনাভাইরাসের নতুন ধরন ও সংক্রমণের উর্ধগতির মধ্যে শিক্ষার্থী ও তাদের পরিবার ঝুঁকিতে পড়বে। এ সময়ে চার লাখ ৭৫ হাজার বিসিএস পরীক্ষার্থী অভিভাবকসহ দেশজুড়ে ছুটোছুটি করলে দেশের সব জায়গায় পরিস্থিতি অবনতির সুযোগ সৃষ্টি হবে।

তবে এখন পর্যন্ত নির্ধারিত তারিখেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে অনড় পিএসসি। গত কয়েক দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক বৃদ্ধির প্রেক্ষাপটে পরীক্ষা পেছানোর চিন্তা করছেন কিনা এমন প্রশ্নে নাসূচক উত্তর দিয়েছেন পিএসসি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন। তিনি বলেন, আসলে যখন তারিখ ঘোষণা করা হয়েছে তখন তো আক্রান্তের সংখ্যাও কম ছিল। কদিন ধরে সংখ্যা বাড়ছে। তবে এটাওতো ঠিক যে, পরীক্ষাটা ১৯ তারিখ হোক সেটাও অধিকাংশ পরীক্ষার্থী চায়।

এদিকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ১৭০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ১৬০টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে এবং পিএসসির কন্ট্রোল রুমে অতিরিক্ত আরও ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ‘পাবলিক এক্সামিনেশন (অফেন্স) এ্যাক্ট ১৯৮০’ অনুযায়ী আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ম্যাজিস্ট্রেটদের আগামীকাল ১৩ মার্চ বিকেল ৩টায় সরকারী কর্ম-কমিশনের (পিএসসি) ওয়ার্কশপ/সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং পরীক্ষার দিন বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ সরকারী কর্ম-কমিশন সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রিলিমিনারি পরীক্ষা পরিচালনার জন্য পিএসসিকে সহায়তা দিতে প্রশাসনের ৪০ জন সহকারী সচিবকে (নন-ক্যাডার) সংযুক্তি দেয়া হয়েছে।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0067281723022461