এমপিওভুক্তিতে শিক্ষকদের তথ্য চাওয়া নিয়ে বিভ্রান্তি - দৈনিকশিক্ষা

এমপিওভুক্তিতে শিক্ষকদের তথ্য চাওয়া নিয়ে বিভ্রান্তি

বদরুল আলম শাওন |

এমপিওভুক্তির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি, ও বিজ্ঞান, অতিরিক্ত শ্রেণি শাখার ননএমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চাওয়ার পর বিপাকে পড়েছেন অনেক শিক্ষক। ভুক্তোভোগী  শিক্ষকরাও অনুমোদিত অতিরিক্ত শ্রেণি শাখার বিপরীতে নিয়োগপ্রাপ্ত। মূলত শিক্ষা অধিদপ্তর থেকে এমপিওভুক্তির জন্য ২০১১ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বরের পর অনুমোদিত অতিরিক্ত শ্রেণি শাখার বিপরীতে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য চাওয়ার ফলেই দেখা দিয়েছে এ জটিলতা।

জানা যায়, শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা অধিদপ্তর ২০১১ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বরের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদিত অতিরিক্ত শ্রেণি শাখার বিপরীতে শিক্ষক পদে দুই বছর এমপিও না প্রদানের শর্তে নিয়োগের নির্দেশ দেয়। আর গত ১৬ই অক্টোবর শিক্ষা অধিদপ্তর এক আদেশে সে সমস্ত শিক্ষকদের বিষয়েই সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের তথ্য দেয়ার নির্দেশ দেয়।

কিন্তু ২০১১ খ্রিস্টাব্দের ১৩ই অক্টোবরের আগে অনুমোদিত অতিরিক্ত শ্রেণি শাখার বিপরীতে নিয়োগপ্রাপ্ত বেশকিছু শিক্ষকই আছেন যাদের এমপিওভুক্তি এখনও ঝুলে আছে। তাদেরকে নিয়োগ দেয়া হয় এমপিওভুক্ত না করার শতে। এসব শিক্ষকদের অনেকই আছেন যাদের নিয়োগ হয়েছে ২০১১খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বরের পরে।

অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে এমপিও বিহীন ওইসব শিক্ষকদের কোন তথ্য এখন গ্রহণ করা হচ্ছে না।

এবিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন উর্ধ্বতন কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এমপিওভুক্তির লক্ষ্যে এখন কেবল ২০১১ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বরের পর সংশ্লিষ্ট শিক্ষকদের তথ্য নেয়া হবে। আর ২০১১ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বর আগে অনুমোদিত অতিরিক্ত শ্রেণি শাখার বিপরীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তো প্রায় সবারই এমপিও হয়ে গেছে। তবে কিছু হয়তো বাকি আছে সেগুলোও এমনিতেই হয়ে যাবে। ১৬ই অক্টোবরের আদেশ সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে তাদের কোন সম্পর্ক নেই।

তবে অধিদপ্তরের নির্ভরযোগ্য সূত্রে মতে, ১৩ই নভেম্বর আগে অনুমোদিত অতিরিক্ত শ্রেণি শাখার বিপরীতে নিয়োগপ্রাপ্ত এমপিওবিহীন শিক্ষকদের এমপিও এমনিতেই হচ্ছে না। তাদের এমপিওভুক্তির জন্যও একইভাবে তথ্য চেয়ে আদেশ প্রকাশ হতে পারে।

গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের অতিরিক্ত শাখায় নিয়োগপ্রাপ্ত এমপিও বিহীন সহকারী শিক্ষক রতন চন্দ্র জানান, উপজেলা মাধ্যমিক অফিস স্মারক মূলে শুধু ২০১১ খ্রিস্টাব্দের পরে অনুমোদিত অতিরিক্ত শাখায় নিয়োগপ্রাপ্ত এমপিও শিক্ষকদের তথ্য গ্রহন করছে। কিন্তু আমাদের বিদ্যালয়ের শাখা সবশের্ষ খোলা ২০০৪ খ্রিস্টাব্দে এবং বিদ্যালয়ের দুইজন শিক্ষক এখনো এমপিওবিহীন। তাদের নিয়োগও ২০১৪ খ্রিস্টাব্দে হলেও তথ্য নিচ্ছে না মাধ্যমিক শিক্ষা অফিস। একই রকম অভিযোগ করেন উপজেলা লোলতলা উচ্চ বিদ্যালয়ের আব্দুস সালাম, দূর্গাপুর কালিতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুজ প্রমুখ।

নাম প্রকাশ না করার শর্তে গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের এক কর্মকর্তা জানান, চিঠিতে স্পষ্ট বলা আছে ১৩ নভেম্বর ২০১১ সালের পরে অনুমোদিত অতিরিক্ত শাখার নিয়োগপ্রাপ্Í এমপিওবিহীন শিক্ষকদের তথ্য প্রেরণ করার। পূর্বের অনুমোদিত শাখায় নিয়োগপ্রাপ্তদের তথ্য চাওয়া হয়নি।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0060081481933594