বখাটেপনা থেমে নেই - Dainikshiksha

বখাটেপনা থেমে নেই

নিজস্ব প্রতিবেদক |

বখাটেপনা নামের এক সামাজিক ব্যাধিতে আক্রান্ত দেশ। কোনোভাবেই বখাটেদের উপদ্রব বন্ধ করা যাচ্ছে না। রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে উদ্বেগজনক হারে বখাটেপনা বেড়ে গেছে। মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক অনুশাসন না থাকার পরিণতি কী হতে পারে, তা আমরা উপলব্ধি করতে পারছি। স্কুল-কলেজগামী মেয়েরা বখাটেদের অত্যাচারের শিকার হচ্ছে। কোথাও কোথাও গৃহবধূরাও আক্রান্ত হচ্ছেন। এমনিতেই আমাদের দেশে সামাজিক পরিসরে নারী ও কিশোরীরা হরহামেশাই কটু মন্তব্য, লোলুপ চাহনি, হয়রানি-নিগ্রহের শিকার হয়। অনেক ক্ষেত্রেই মেয়েরা এসব কথা স্বীকার করতে চায় না।

কোনো কোনো ক্ষেত্রে আবার মেয়েদেরই দোষারোপ করা হয়। বখাটেপনা নামের এই যৌনসন্ত্র্রাস থেকে রক্ষা পেতে অনেক মেয়েই আত্মহননের পথ বেছে নিয়েছে। প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে মা-বাবা-অভিভাবক তথা শিক্ষককেও। কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার পর প্রতিবাদ হয়, মানববন্ধন হয়। আবার আগের চেহারায় ফিরে আসে বখাটেরা। সামাজিক এই ব্যাধিটি থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলছে না। বখাটেপনায় অতিষ্ঠ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে জয়পুরহাটের কালাই উপজেলার কলেজ ছাত্রী মুনিশা বেগম। মুন্সীগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী সোনিয়া আক্তারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল বখাটেরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয়েছে তার। সাম্প্রতিক সময়ের এই দুটি ঘটনা মেয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশে অপরাধপ্রবণতা বাড়ছে। বিচারের শ্লথগতি অনেকাংশে বিচারহীনতার উদাহরণ হয়ে যাচ্ছে। কোথাও কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও রহস্যজনক। ফলে সমাজমানস থেকে নৈতিকতাবোধ নির্বাসিত হচ্ছে। মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় অনেককে ঠেলে দিচ্ছে নিষ্ঠুরতার দিকে। বখাটেদের নিষ্ঠুরতার অনেক উদাহরণ আছে। কিন্তু শাস্তির কোনো দৃষ্টান্ত নেই। ফলে বখাটেরা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে অনেক আগেই। প্রভাব-প্রতিপত্তিও অনেককে অপ্রতিরোধ্য করে তুলছে। ফলে বখাটেপনা বন্ধ করা যাচ্ছে না।

এ অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরো অনেক বড় অঘটন ঘটবে। এ থেকে ঘুরে দাঁড়াতে সবার আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভূমিকা নিতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রত্যন্ত অঞ্চলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি বখাটেদের দ্রুত বিচারের মুখোমুখি করা গেলে বখাটেপনা প্রতিরোধ কঠিন হবে না।

সৌজন্যে: কালের কণ্ঠ

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0056240558624268