শহীদ মসিয়ূর রহমান হল পরিদর্শন করলেন যবিপ্রবি উপাচার্য - দৈনিকশিক্ষা

শহীদ মসিয়ূর রহমান হল পরিদর্শন করলেন যবিপ্রবি উপাচার্য

যবিপ্রবি প্রতিনিধি |

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ মসিয়ূর রহমান হল পরিদর্শনে গেলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। রোববার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শহীদ মসিয়ূর রহমান হলে আকস্মিক পরিদর্শনে যান তিনি। এসময় তিনি ডাইনিংয়ের খাবারের মান যাচাই, শিক্ষার্থীদের নিরাপত্তায় হলের গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, হলের আঙিনা পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি প্রথমে হলের ডাইনিংয়ের রান্না ঘরে যান। তবে, হলের খাবার রান্না সনাতন পদ্ধতিতে লাকড়ির চুলায় হওয়ায় রান্না ঘরের চালে কালি-ঝুলির বিষয়ে প্রশ্ন তোলেন ভিসি। পরে তিনি হলের ডাইনিংয়ে ছাত্রদের জন্য রান্না করা দুপুরের খাবার সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি ছাত্রদের সাথে খাবার নিয়ে কথা বলেন। এসময় ছাত্ররা উপাচার্যকে জানান, গত ২৩ সেপ্টেম্বর তিনি হলের ছাত্রদের সঙ্গে খাবার গ্রহণের পর ডাইনিং পরিচালনা কমিটির পরিবর্তন করা হয়েছে। এখন ডাইনিংয়ের খাবারের মান আগের চেয়ে উন্নত হয়েছে। 

পরে তিনি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তায় হলের প্রবেশপথ, সিঁড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করার জন্য হলের বিভিন্ন ফ্লোর পরিদর্শন করেন। হল র‌্যাগিং, মাদক ও টর্চার সেল মুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। 

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, রান্না ঘরে অবিলম্বে গ্যাসের চুলা বসানো হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তুকিতে এলপিজির মাধ্যমে রান্না করা হবে। হলের ডাইনিংয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত পরিবেশে রান্না-বান্না এবং খাবার পরিবেশন নিশ্চিত করার জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হবে। তিনি আরও জানান, সব সময় তিনি হলের বিষয়ে খোঁজ-খবর রাখছেন। সপ্তাহের যে-কোনো দিন হলের ডাইনিংয়ে খাবার খেতে আসবেন বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এছাড়া হলগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে।    

এ সময় উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, প্রক্টর অধ্যাপক শেখ মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক ড. মো. নাজমুল হাসান, প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারি, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. প্রকৌশলী মো. আমজাদ হোসেন, সহকারী প্রভোস্ট ড. মো. ওবায়েদ রায়হান, মো. মজনুজ্জামান, মো. হাবিবুর রহমান, উপাচার্যের একান্ত সচিব মাসুম বিল্লাল।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0076868534088135