এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের প্রশ্নের নকল সরবরাহ করার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে আইসিটি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
গ্রেফতার শিক্ষকরা হলেন—আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫),মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন রাত ৯টার দিকে বলেন, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন।
বিষয়টি জানতে ইউএনও মোস্তাফিজুর রহমান মহোদয় ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বে থাকা ১০ শিক্ষককে আটকের নির্দেশ দেন তিনি।
এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়েছে রাতে মামলা করেছেন। গ্রেফতারদের থানা হেফাজতে রাখা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।
এদিকে, মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমান পরীক্ষার ১৩তম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৯৯০ পরীক্ষার্থী । আজ কারিগরির কোনো পরীক্ষা ছিলো না । বুধবার (৭ মে) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।
জানা গেছে, বুধবার এসএসসির নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে হিসাববিজ্ঞান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৩২ হাজার ১১৯ জন। ২ হাজার ২২৩২ টি কেন্দ্রে অনুষ্ঠিত এদিনের পরীক্ষায় অংশ নেন ২ লাখ ২৯ হাজার ৬১০ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার৫০৯ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ০৮ শতাংশ।
এসএসসির ১২ তম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৯৯৭ , চট্টগ্রাম বোর্ডে ৪৯১ , রাজশাহী বোর্ডে ৫০ , বরিশাল বোর্ডে ৯৩ , সিলেট বোর্ডের ৯১ , দিনাজপুর বোর্ডে ২৫, কুমিল্লা বোর্ডের ৫৪৪, ময়মনসিংহ বোর্ডে ৫৩ ও যশোর বোর্ডে ১৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাদরাসা বোর্ডে দাখিলের ১৩তম দিনে সারা দেশের ৭২৫ টি কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লক্ষ ২৭ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ২ লক্ষ ১৭ হাজার ১৫৭ জন এবং অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৪৮১ জন। অনুপস্থিতির হার ৪ দশমিক ৬০ শতাংশ।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের আজ কোনো পরীক্ষা ছিলো না ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।