দিনাজপুরের চিরিরবন্দর সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় শতভাগ শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছেন ৬৮ পরীক্ষার্থী। এবার শিক্ষাপ্রতিষ্ঠানটির ১০১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশর পর সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মো. মোখলেছার রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ ৬৮টি জিপিএ-৫ অর্জন করতে সক্ষম হয়েছে, এ জন্য আমরা গর্বিত। আশাকরি ভবিষ্যতেও এমন ভালো ফল অর্জনের কৃতিত্ব ধরে রাখবে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
জানা গেছে দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। ছেলেদের পাসের হার ৬৪ দশমিক ৩৮ শতাংশ। মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭৮ শতাংশ।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে অংশ নেয় মোট ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৭৮ এবং ছাত্রদের পাসের হার ৬৪ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন।
উল্লেখ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ২৭৮২ শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২৮০টি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।