এসএসসির ১২তম দিনে অনুপস্থিত ১০ হাজার, বহিষ্কার ১৭ | এসএসসি/দাখিল নিউজ

এসএসসির ১২তম দিনে অনুপস্থিত ১০ হাজার, বহিষ্কার ১৭

এদের মধ্যে ৪ জন এসএসসির, ৭ জন দাখিলের এবং ৬ জন ভোকেশনালের ।

#শিক্ষক #এসএসসি

মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমান পরীক্ষার ১২তম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৯৪২ পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ১৭ পরীক্ষার্থীকে। এদের মধ্যে ৪ জন এসএসসির, ৭ জন দাখিলের এবং ৬ জন ভোকেশনালের ।

মঙ্গলবার (৬ মে) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।

বিস্তারিত আসছে……..

#শিক্ষক #এসএসসি