বুয়েটে ১০ম আন্তর্জাতিক পানি ও বন্যা ব্যবস্থাপনা সম্মেলন | বিশ্ববিদ্যালয় নিউজ

বুয়েটে ১০ম আন্তর্জাতিক পানি ও বন্যা ব্যবস্থাপনা সম্মেলন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট (আই ডব্লিউএফএম) তিন দিনব্যাপী আন্তর্জাতিক পানি ও বন্যা ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

#বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট (আই ডব্লিউএফএম) তিন দিনব্যাপী আন্তর্জাতিক পানি ও বন্যা ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এবারের সম্মেলনটি আগের আইসিডব্লিউএফএম-২০২৩-এর মতোই সরাসরি অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সম্প্রতি অনুষ্ঠিত ভেন্যু হিসেবে ছিলো সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের পানি ও জলবায়ু বিষয়ক ফার্স্ট সেক্রেটারি, মিস ইনগে ক্লাসেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ- উপাচার্য অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী।

এছাড়াও, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিডব্লিউএফএম-২০২৫-এর আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক জি. এম. তারেকুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদ হোসেন।

#বুয়েট