একাদশের বিষয়-গ্রুপ পরিবর্তন ও ভর্তি বাতিল শুরু ২৯ ডিসেম্বর  | ভর্তি নিউজ

একাদশের বিষয়-গ্রুপ পরিবর্তন ও ভর্তি বাতিল শুরু ২৯ ডিসেম্বর

বিষয় পরিবর্তন, বিভাগ পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রমের ফি স্ব স্ব বোর্ড নির্ধারণ করবে।

#ভর্তি #কলেজ

একাদশ শ্রেণির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পড়া শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম শুরু হবে ২৯ ডিসেম্বর। এ কার্যক্রম চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। শিক্ষার্থীদের নিজ-নিজ শিক্ষা বোর্ড এর ফি নির্ধারণ করবে। এমন নির্দেশনা সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

গতকাল রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিষয় পরিবর্তন, বিভাগ পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রমের ফি স্ব স্ব বোর্ড নির্ধারণ করবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজে আবেদন করবে। কলেজগুলো এই আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি দেয়া সাপেক্ষে ভর্তি ওয়েবসাইট (https://www.xiclassadmission.gov.bd⁩) এর কলেজ লগইন প্যানেলে কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্দেশিকা অনুসরণ করে বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। বর্ণিত কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। একাদশ শ্রেণির অনলাইন টিসি ও বিটিসি কার্যক্রমের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

#ভর্তি #কলেজ