এমপিওভুক্ত হচ্ছেন আরো ১ হাজার ৪৮৭ শিক্ষক | এমপিও নিউজ

এমপিওভুক্ত হচ্ছেন আরো ১ হাজার ৪৮৭ শিক্ষক

এমপিওভুক্ত হচ্ছেন আরো ১ হজার ৪৮৭ শিক্ষক

#এমপিও #শিক্ষক

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ১ হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ১ হাজার ২০৪ এবং কলেজের ২৮৩ জন শিক্ষক রয়েছেন।

এ ছাড়া ১ হাজার ৬৬৩ জনকে উচ্চতর স্কেল ও ১ হাজার ৪১ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মার্চ মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। কমিটির যাবতীয় ভুল-ভ্রান্তির দায় মহাপরিচালকের।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন।

এমপিওভুক্ত হচ্ছেন আরো ১ হাজার ৪৮৭ শিক্ষক

এমপিওভুক্ত হচ্ছেন আরো ১ হাজার ৪৮৭ শিক্ষক

কোন অঞ্চলের কতোজন এমপিওভুক্ত

সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, স্কুলের ১ হাজার ২০৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৬৮, চট্টগ্রামের ৩২, কুমিল্লার ২৫, ঢাকার ৪৫০, খুলনার ২৩৭, ময়মনসিংহের ৮৬, রাজশাহীর ৬৯, রংপুরের ২২৮ এবং সিলেটের ৯ জন তালিকায় রয়েছেন।

কলেজের ২৮৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫৩, চট্টগ্রামের ৫, কুমিল্লার ১৩, ঢাকার ৩৪, খুলনার ১৪, ময়মনসিংহের ৫৩, রাজশাহীর ৫৫, রংপুরের ৪২ এবং সিলেট অঞ্চলের ১৪ জন রয়েছেন।

উচ্চতর স্কেল পাচ্ছেন ১ হাজার ৬৬৩ জন

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ১ হাজার ৬৬৩ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ১ হাজার ২৭০ জন এবং কলেজের ৩৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৫২, চট্টগ্রামের ৬৫, কুমিল্লার ১১১, ঢাকার ১২০, খুলনার ১৭৫, ময়মনসিংহের ৯৭, রাজশাহীর ৫৯, রংপুরের ৪৩৩ এবং সিলেটের ৫৮ জন রয়েছেন।

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩২, চট্টগ্রামের ২৮, কুমিল্লার ৬, ঢাকার ৪২, খুলনার ১৮, ময়মনসিংহের ১০, রাজশাহীর ২১৪, রংপুরের ৪০ ও সিলেট অঞ্চলের ৩ জন রয়েছেন।

বিএড স্কেল পাচ্ছেন ১ হাজার ৪১ জন

বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ১ হাজার ৪১ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৭০, চট্টগ্রামের ১০৬, কুমিল্লার ৮৪, ঢাকার ১৮৩, খুলনার ৩১০, ময়মনসিংহের ৬১, রাজশাহীর ১৯৪, রংপুরের ৮ এবং সিলেট অঞ্চলের ২৫ জন শিক্ষক রয়েছেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#এমপিও #শিক্ষক