জয়পুরহাটে শিক্ষানুরাগী আজিজুল বারী তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন | বিবিধ নিউজ

জয়পুরহাটে শিক্ষানুরাগী আজিজুল বারী তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন

শিক্ষানুরাগী আজিজুল বারী তালুকদারের শিক্ষা বিস্তারে অবদান ও অবিস্মরণীয় কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন।

#শিক্ষক #শিক্ষার্থী

সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আজিজুল বারী তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে কলেজের আজির উদ্দিন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, প্রভাষক মাহমুদ আল রাজীসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।

বক্তারা শিক্ষানুরাগী আজিজুল বারী তালুকদারের শিক্ষা বিস্তারে অবদান ও অবিস্মরণীয় কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

#শিক্ষক #শিক্ষার্থী