এক স্কুলের ১৫ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে | স্কুল নিউজ

এক স্কুলের ১৫ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

‘দুপুরে স্কুল চলাকালীন সপ্তম শ্রেণির একজন মেয়ে শিক্ষার্থী মাথা মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি দেখে তাকে ধরে প্রথমে মাথায় পানি দেয়া হয়। এতেও সে সুস্থ হচ্ছিলোনা।’

#স্কুল #ছাত্রী #অসুস্থ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন ছাত্রী মাথা ঘুরে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ঘটনায় অনেকটা আতঙ্কিত ও চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার লিমা আক্তার বলছেন, এটা ম্যাস হিস্টেরিয়া রোগ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা চলছে। তারা শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে স্কুল চলাকালীন সপ্তম শ্রেণির একজন মেয়ে শিক্ষার্থী মাথা মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি দেখে তাকে ধরে প্রথমে মাথায় পানি দেয়া হয়। এতেও সে সুস্থ হচ্ছিলোনা। ক্রমেই তার শ্বাস নেয়া বেড়ে যাচ্ছিলো। এর কিছু সময় পর ওই ক্লাসসহ অন্যান্যে ক্লাসের আরো কয়েকজন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। এ সময় অষ্টম এবং নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। তখন তাড়াতাড়ি স্কুল ছুটি দেয়া হয়। এ সময় কোনো কোনো অভিভাবক খবর পেয়ে ছুটে আসেন। তখন অসুস্থ সবাইকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অসুস্থদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিয়ে চিকিৎসা দিচ্ছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরীফ উদ্দীন ফরাজি জানান, হঠাৎ একসঙ্গে ১৫ জন ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। আমরা তাৎক্ষণিক তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। চিকিৎসা শুরু করেছে সুস্থ হয়ে গেলে অবশ্যই তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল হাওলাদার জানান, ঘটনার পরপরই দ্রুত স্কুল ছুটি দিয়ে অভিভাবকদের খবর দেয়া হয়। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের ভর্তি নেন। তাদের অক্সিজেন ও স্যালাইন দেয়া হচ্ছে।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার লিমা আক্তার জানান, হঠাৎ অসুস্থ হয়ে একসঙ্গে পনেরজন ছাত্রী হাসপাতালে এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি নেয়া হয়েছে। অসুস্থদের অক্সিজেন ও সেলাইন লাগানো হয়েছে। এটাকে ম্যাস হিস্টেরিয়া বলা হয়। ভয়ের কোনো কারণ নেই। তারা ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#স্কুল #ছাত্রী #অসুস্থ