ছবি : দৈনিক শিক্ষাডটকম
অভয়নগরের সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলার চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী বিষের গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অবস্থায় নয়জন শিক্ষার্থীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লাসিনী রায় জানান, দুপুরে স্কুলে ক্লাস চলাকালীন চাকই গ্রামের বক্কার শেখের ছেলে ইসমাইল শেখ স্কুলের পিছনে জমিতে কুমড়া গাছে বিষ মেশানো পানি স্প্রে করে। কিছুক্ষণের মধ্যেই বিষের গন্ধ শ্রেণিকক্ষে প্রবেশ করে। ক্লাস চলাকালে দুপুর আড়াইটার সময় ক্লাসে থাকা কমপক্ষে ১৪-১৫ জন শিক্ষার্থী বিষের গন্ধে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে।
এ সময় অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। এক পর্যায়ে গুরুতর অসুস্থ নয়জন শিক্ষার্থীকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলো- ৫ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলাম, জাকিয়া সুলতানা, সাউদা ইসলাম, সানজিদা খাতুন ও মোহনা, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী উম্মে আইমান, ইয়াসমিন খাতুন, ৩য় শ্রেণির মর্জিনা খাতুন ও ফারিয়া জামান।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, কীটনাশক জাতীয় ওষুধের গন্ধে এসব শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। তবে তারা এখন আশংকামুক্ত। নড়াইল সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক
শিক্ষা অফিসার মো. মোকছুদুল হক জানান, চাকই গ্রামের এক যুবক তার কুমড়া গাছে কীটনাশক ওষুধ স্প্রে করায় তার গন্ধে স্কুলের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার সবাই সুস্থ আছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।