১৫ হাজার শিক্ষার্থী পাচ্ছেন পুরস্কার | স্কুল নিউজ

১৫ হাজার শিক্ষার্থী পাচ্ছেন পুরস্কার

শিক্ষা মন্ত্রণালয়ের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআইএস) স্কিমের আওতায় এ পুরস্কার দেয়া হচ্ছে।

#পুরস্কার বিতরণ #শ্রেষ্ঠ শিক্ষার্থী #শিক্ষার্থী

২০২৩-২৪ অর্থবছরে দেশের বিভিন্ন উপজেলা ও থানার ১৫ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পাচ্ছেন শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার। ১৬ জুলাই–৫ আগস্টের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে হবে। একই সঙ্গে অনুষ্ঠান আয়োজনের বরাদ্দ করা টাকা দিতে ৭ জুলাইয়ের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের স্কিম অফিসে ইমেইল ও ডাকযোগে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাঠাতে বলা হয়েছে। পাঠানো ক্রেস্ট ও সনদপত্র পৌঁছেছে কিনা তা নির্ধারিত ছকে তথ্য পাঠিয়ে জানানোর জন্য বলা হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। চিঠিটি দেশের সব জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

চিঠি থেকে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআইএস) স্কিমের আওতায় এ পুরস্কার দেয়া হচ্ছে।

মাউশি অধিদপ্তর জানিয়েছে, প্রতি উপজেলা বা থানায় নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার ও ২৫ হাজার টাকা অর্থমূল্যের পুরস্কার দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে প্রস্তুতকৃত ক্রেস্ট ও সনদপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হয়েছে। পাঠানো ক্রেস্ট ও সনদপত্র ঠিকভাবে পৌঁছেছে কি না, তার তথ্য নির্ধারিত ছক পূরণ করে মাউশি অধিদপ্তরের স্কিম অফিসে পাঠাতে বলা হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদানের জন্য ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে উপজেলা পর্যায়ে অনুষ্ঠানের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠান আয়োজনে বরাদ্দকৃত অর্থ জেলা শিক্ষা অফিসারদের অফিসিয়াল ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠানো হবে। এ জন্য ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য যেমন—হিসাবের শিরোনাম, নম্বর, ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর, চেকবইয়ের কভারের ফটোকপি ও মোবাইল নম্বর আগামী ৭ জুলাইয়ের মধ্যে স্কিম অফিসে ই-মেইল ও ডাকযোগে পাঠাতে বলা হয়েছে।

১৫ হাজার শিক্ষার্থী পাচ্ছেন পুরস্কার

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#পুরস্কার বিতরণ #শ্রেষ্ঠ শিক্ষার্থী #শিক্ষার্থী