এনটিআরসিএ কার্যালয় ঘেরাও ১৭তম নিবন্ধনধারীদের | স্কুল নিউজ

এনটিআরসিএ কার্যালয় ঘেরাও ১৭তম নিবন্ধনধারীদের

রোববার দুপুরে এ প্রতিবেদন লেখা অবধি নিবন্ধন প্রার্থীদের ঘেরাও কর্মসূচি চলছে।

#এনটিআরসিএ #শিক্ষক

শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দাবিতে এনটিআরসিএ অফিস ঘেরাও করেছেন ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও বঞ্চিত প্রার্থীদের কয়েকজন।তাদের সবার বয়স পয়ঁত্রিশ এর বেশি।

রোববার দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় ঘেরাওয়ের সময় কার্যালয়ের ভিতরে থাকা কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

এ সময় নানা প্রশ্নের মুখে পড়েন এনটিআরসিএর চেয়ারম্যান মফিজুর রহমান। নিবন্ধনধারীরা দাবি করেন নিয়োগ সুপারিশের জন্য মন্ত্রণালয়কে লিখতে। জবাবে মফিজুর বলেন, বিধান ও চেয়ারম্যান হিসেবে তার এখতিয়ারের বাইরে কোনো কিছু করতে পারবেন না।

বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় হয় কয়েকদফা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এনটিআরসিএ #শিক্ষক