শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি টানা ১৯ দিন | স্কুল নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি টানা ১৯ দিন

সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ১২ জুন পর্যন্ত।

#ছুটি #শিক্ষাপ্রতিষ্ঠান #স্কুল #কলেজ

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুসারে, দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে আগামী জুন থেকে। এই ছুটি চলবে একটানা ১৯ জুন পর্যন্ত

তবে সরকারি-বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে ঈদুল আজহার ছুটি কিছুটা কম হবে। যা শুরু হবে জুন এবং চলবে ১২ জুন পর্যন্ত।

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি থাকায় শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখতে একটি বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে দুটি শনিবার, অর্থাৎ ১৭ মে এবং ২৪ মে, সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও দেশের সকল স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।

মন্ত্রণালয় ইতোমধ্যে এই সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।

ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ১২ জুন (যথাক্রমে বুধবার বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে।

একইসঙ্গে, দাপ্তরিক কাজের সুবিধার্থে মে মাসের ১৭ ২৪ তারিখের শনিবার - এই দুটি সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ছুটির এই সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, পূর্বনির্ধারিত সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ২৪ মে) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা বহাল থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে সংশ্লিষ্ট সকলকে আগামী ১৭ মে শনিবার ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এর মাধ্যমে আশা করা যাচ্ছে, ঈদের দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হবে না এবং তারা ছুটির পূর্বে গুরুত্বপূর্ণ শিক্ষণ কার্যক্রমের সাথে যুক্ত থাকতে পারবে।

অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ঈদুল আজহা গ্রীষ্মকালীন অবকাশের ছুটি কিছুটা ভিন্ন হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী, এই বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে আগামী জুন থেকে এবং তা চলবে ২৩ জুন পর্যন্ত।

এই সামগ্রিক পরিস্থিতিতে, ২০২৫ শিক্ষাবর্ষে ঈদুল আজহা গ্রীষ্মকালীন অবকাশের ছুটি এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এই সুস্পষ্ট নির্দেশনা শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই নির্দেশনা পালনের মাধ্যমে একদিকে যেমন ঈদের আনন্দ উপভোগ করা যাবে, তেমনি অন্যদিকে শিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতাও বজায় রাখা সম্ভব হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ছুটি #শিক্ষাপ্রতিষ্ঠান #স্কুল #কলেজ