ছাত্র হ/ত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার | বিবিধ নিউজ

ছাত্র হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

#ছাত্র #হত্যা #ছাত্রলীগ

লক্ষ্মীপুরে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) সকালে রামগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– রামগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত জীবন ও রামগঞ্জ সরকারি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ বাবু।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুর শহরে ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

ওসি মো. আবদুল মোন্নাফ আরও জানান, গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ছাত্র #হত্যা #ছাত্রলীগ