চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ চিকিৎসকের সনদ সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সনদ বাতিল হওয়া ২ চিকিৎসক হলেন- ডা. জাহিদ হোসেন খান ও ডা. প্রভাস মন্ডল। এর মধ্যে ডা. জাহিদ হোসেন খানের রেজিস্ট্রেশন তিন বছরের জন্য ও ডা. প্রভাস মন্ডলের ছয় মাসের জন্য বাতিল করা হয়েছে।
এই সময়ের মধ্যে তারা বাংলাদেশের অভ্যন্তরে চিকিৎসা করতে পারবেন না এবং নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। এ নিষেধাজ্ঞা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
বিএমডিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. জাহিদ হোসেন খানের বিরুদ্ধে প্রসূতি আফরোজা বেগমের চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নম্বর আইন) এর ধারা ২৩(১) এবং প্রবিধানমালা ২০২২-এর বিধান ৩৬(৪)(খ) অনুযায়ী তার নাম রেজিস্টার থেকে প্রত্যাহারপূর্বক তিন বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।
একই অভিযোগে ডা. প্রভাস মন্ডলের রেজিস্ট্রেশন ছয় মাসের জন্য বাতিল করা হয়।