ছবি : দৈনিক শিক্ষাডটকম
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে দোকান থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন আব্দুল আহাদ নামে এক দোকানদারের কাছে চাঁদা দাবি করন তারা। এ নিয়ে শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই দোকানদার।
চাঁদা দাবি করা ছাত্রদলের দুই নেতা হলেন- ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উল্লাস মাহমুদ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ম্যানেজমেন্ট বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের অনুসারী বলে জানা গেছে।
লিখিত অভিযোগে দোকানদার আব্দুল আহাদ জানান, কয়েকদিন আগে ছাত্রদল নেতা উল্লাস তাকে দোকান বন্ধ করার জন্য বলে। কিন্তু আহাদ দোকান বন্ধ না করায় আজ শনিবার দুপুর ১টার দিকে ছাত্রদল নেতা সাব্বিরকে নিয়ে তার দোকানে যায় এবং চাঁদা দাবি করে। দোকানদার আহাদ চাঁদা না দিলে তাকে পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেন ছাত্রদলের এ দুই নেতা। পরে দোকানদার আহাদ নিরাপদে ব্যবসা করার নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে উপযুক্ত ব্যবস্থার অনুরোধ করেন।
দোকানদার আব্দুল আহাদ বলেন, উল্লাস মাহমুদ এবং সাব্বির নামের দুইজন দোকানে এসে কিছু টাকা দাবি করে। টাকা দিলে ক্যাম্পাসে কোন সমস্যা হবে না, বড় ভাইও খুশি থাকবে। আমি ব্যবসায়িক কাজে অনিরাপদ বোধ করছি।
এ বিষয়ে অভিযুক্ত সাব্বির হোসেন বলেন, এটা অসম্ভব বিষয়। এটা মিথ্যা এবং ফালতু কথা।
অভিযুক্ত উল্লাস মাহমুদ বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা। আমার নামে চাঁদা দাবির যে অভিযোগ উঠেছে, আমি তার কিছুই জানিনা। এমনকি অভিযোগকারীকেও আমি ভালোভাবে চিনিনা।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, এ বিষয়টি আমার জানা নেই। ছাত্রদল করে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। যদি কেউ এমন করে থাকে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, অফিসে কয়েকটা অভিযোগ এসেছে। অফিস থেকে আমাকে জানালো এক দোকানদান অভিযোগ দিয়ে গেছে। অফিস টাইম শেষ হওয়ার কারণে দেখার সুযোগ হয়নি। আগামীকাল রোববার ক্যাম্পাস বন্ধ। সোমবার এসে অফিস সময়ে দেখবো। তারপর বাকি ব্যবস্থা নেবো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।