আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে আশ্রয় দেয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ডেপুটি রেজিস্ট্রার মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়।
পৃথক নোটিশে অনুযায়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালযয়ের চাকরির শৃঙ্খলা পরিপন্থী আচরণের দায়ে তাদের দুইজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তারা প্রচলিত বিধি মোতাবেক ‘খোরাকী ভাতা' প্রাপ্য হবেন।
আরো পড়ুন: শিক্ষা ক্যাডার মুকিব মিয়া গ্রেফতার
এর আগে, সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াছুর রহমানের বাসা থেকে আটক করেন পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে রাত ১০টায় আশ্রয় দানকারী ইলিয়াছুর রহমানসহ অন্যান্য আওয়ামী পন্থী শিক্ষক-কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে পৃথক মিছিল করেন শেকৃবি শাখা ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসাইন বলেন, সোমবারের ঘটনা এবং শিক্ষার্থীদের দাবির ফলে কর্মকর্তা মো. ইলিয়াছুর রহমান এবং গোলাম সারোয়ারের বাসা বরাদ্দ বাতিল করা হয়েছে. একইসাথে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।