উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষার ৫ম দিনে সারাদেশে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৪ পরীক্ষার্থীকে। এদের মধ্যে ২০ জন এইচএসসির, ১০ জন আলিমের এবং ১৪ জন কারিগরির। এ দিন কারিগরি শিক্ষা বোর্ডে ৪ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। মোট অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৩০৩ পরীক্ষার্থী।
সোমবার (৭ জুলাই) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।
জানা গেছে, সোমবার এইচএসসির নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৬৬ হাজার ৬৫৬ জন। মোট ১ হাজার ৬০০ টি কেন্দ্রের তথ্য অনুযায়ী এদিনের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৪৯ হাজার ২৪০ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ৪১৬ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৮০ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ২০ জনের ৫ জন ময়মনসিংহ, ৪ জন ঢাকার, ৩ জন চট্টগ্রাম, ৩ জন দিনাজপুর, ২ জন কুমিল্লা, ১ জন বরিশাল, ১ জন যশোর এবং ১ জন সিলেট বোর্ডের ।
এইচএসসির ৫ম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৬৫, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৪৯৬, রাজশাহী বোর্ডে ২ হাজার ৩২৯, বরিশাল বোর্ডে ১ হাজার ২০৫, সিলেট বোর্ডে ১ হাজার ১৫৫, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৫৫৫, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৬৩৯, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩৪১ ও যশোর বোর্ডে ২ হাজার ২৩১ জন পরীক্ষার্থী।
মাদরাসা বোর্ডে আলিমের ৫ম দিনে সারা দেশের ৪৫৯টি কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৮৪ হাজার ৩৮২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৭৯ হাজার ৪৯৩ জন এবং অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৮৮৯ জন। অনুপস্থিতির হার ৫ দশমিক ৭৯ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এ দিনের বিএম ও বিএমটির দ্বাদশ শ্রেণিতে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২, একাদশ শ্রেণিতে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১, ভোকেশনালের দ্বাদশ শ্রেণিতে রসায়ন-২, একাদশ শ্রেণিতে রসায়ন-১ এবং ডিপ্লোমা ইন কমার্সের দ্বাদশ শ্রেণিতে অর্থনীতি, একাদশ শ্রেণিতে ব্যাংকিং ও বীমা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৭৩৩টি কেন্দ্রে ১ লাখ ৩ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১ হাজার ৬৩৫ জন এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৯৮ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৯৩ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের ৪ পরিদর্শককেও এদিন অব্যাহতি দেয়া হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।