মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমান পরীক্ষার দশম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২১ হাজার ৬৭ জন পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ১৪ জন পরীক্ষার্থীকে। বহিষ্কার শিক্ষার্থীদের মধ্যে ৬ জন এসএসসির ৯টি সাধারণ বোর্ডের এবং ৮ জন মাদরাসা বোর্ডের।
বুধবার (৩০ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, বুধবার এসএসসির ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৫ লাখ ৭৬ হাজার ৭৯ জন। ২ হাজার ২৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত এদিনের পরীক্ষায় অংশ নেন ৫ লাখ ৬৫ হাজার ৬১১ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৩৬৮ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৮ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৬ জনের একজন কুমিল্লা শিক্ষা বোর্ডের এবং ৫ জন দিনাজপুর শিক্ষা বোর্ডের।
এসএসসির দশম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৪৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৬৬৪, রাজশাহী বোর্ডে ১ হাজার ২৮৩, বরিশাল বোর্ডে ৯৪১, সিলেট বোর্ডে ৮৩৬, দিনাজপুর বোর্ডে ৯৬৪, কুমিল্লা বোর্ডের ১ হাজার ১৭, ময়মনসিংহ বোর্ডে ৭৪৬ ও যশোর বোর্ডে ১ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাদরাসা বোর্ডে দাখিলের দশম দিনে সারা দেশের ৭২৫টি কেন্দ্রে পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়), মানতিক, উর্দু, ফার্সি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন ২ লাখ ৪৩ হাজার ৪২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৩২ হাজার ৭২৯ জন এবং অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৬৯৯ জন। অনুপস্থিতির হার ৪ দশমিক ৪ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় বহিষ্কৃত হয়েছেন ৮ জন পরীক্ষার্থী।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।