পদযাত্রায় বাধা: বেসরকারি প্রাথমিকের ৩ শিক্ষক আটক | স্কুল নিউজ

পদযাত্রায় বাধা: বেসরকারি প্রাথমিকের ৩ শিক্ষক আটক

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষকরা। তাদের দাবি, বৈষম্যের শিকার যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে হবে।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় তাদের লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তিন জন শিক্ষককে আটক করা হয়। আটক শিক্ষকরা হলেন, মিজানুর রহমান, মোহাম্মদ মোস্তফা। তবে তাৎক্ষণিকভাবে আরেক জন শিক্ষকের নাম পাওয়া যায়নি।

বুধবার দুপুরে পদযাত্রা শুরু করলে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: বেসরকারি শিক্ষকদের ওপর জলকা*মান

এদিকে এ ঘটনায় বেসরকারি প্রাথমিকের অনন্ত ছয় শিক্ষক আহত হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষকরা। তাদের দাবি, বৈষম্যের শিকার যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে হবে।

পদযাত্রায় বাধা: বেসরকারি প্রাথমিকের ৩ শিক্ষক আটক

শিক্ষকরা জানান, সর্বশেষ গত ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সারা দেশ থেকে আগত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে লংমার্চ পালন করে। পরে প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পাঁচজন শিক্ষক প্রতিনিধি প্রধান উপদেষ্টার এপিএসের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন। সাত কর্মদিবস পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। মন্ত্রণালয় এই চিঠি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় আবারো জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন