ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ জুলাই এ সাক্ষাৎকার নেওয়া হবে। এ জন্য তিন হাজার ৩১৩ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি ২০২৪-২০২৫ এর সমন্বয়কারী অধ্যাপক ড. মো. এনামুল হক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা পছন্দক্রম ফরম (চয়েস ফরম) পূরণ করেছে তাদের সাক্ষাৎকার আগামী ১৯ জুলাই (শনিবার) মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসের চতুর্থ তলায় কনফারেন্স কক্ষে গ্রহণ করা হবে।
সাক্ষাৎকারের সময় অবশ্যই নিম্নের পত্রাদি নিয়ে আসতে হবে:
ক. মাধ্যমিক/সমমান পরীক্ষা পাসের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি।
খ. উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষা পাসের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি
গ. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
ঘ. ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম (চয়েস ফরম)।
ঙ. টাকা জমা দেয়ার ফি প্রাপ্তি রসিদ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।