কারিগরি শিক্ষার্থীদের ওপর লা*ঠিচার্জে আহত ৩৫ | কারিগরি নিউজ

কারিগরি শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে আহত ৩৫

‘কুমিল্লা পলিটেকনিকের ১৭ জন, সার্ভে ইনস্টিটিউটের ১২ জন ও ২ জন শিক্ষক আহত হয়েছেন।’

#পলিটেকনিক ইনস্টিটিউট #কারিগরি #শিক্ষার্থী

নিজ সেক্টরে চাকরি ও পদোন্নতির নিশ্চয়তা এবং উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধির দাবিতে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় অন্তত ৩৫ থেকে ৪০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ফলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা বলেন, সড়ক থেকে শিক্ষার্থীদের সরাতে হাইওয়ে ও থানা পুলিশ সেখানে যায়। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে সেনাবাহিনী। এসময় অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

তারা জানান, কুমিল্লা পলিটেকনিকের ১৭ জন, সার্ভে ইনস্টিটিউটের ১২ জন ও ২ জন শিক্ষক আহত হয়েছেন।

তবে শিক্ষার্থী আহত হওয়ার বিষয়ে কিছু জানা নেই বলে জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

#পলিটেকনিক ইনস্টিটিউট #কারিগরি #শিক্ষার্থী