বিদেশের স্কুলগুলো থেকে চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে ৩৭৩ জন উত্তীর্ণ হয়েছেন। বিদেশি পরীক্ষার্থীদের গড় পাস করেছে ৮৭ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রতিটি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়।
এবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন।
আরো পড়ুন
এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু ১১ জুলাই
এসএসসি ও সমমান পরীক্ষার ফল দেখবেন যেভাবে
বিদেশে থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪২৭ জন। তাদের মধ্যে ৩৭৩ জন উত্তীর্ণ হয়েছে। ফেল করেছেন ৫৪ জন। বিদেশের ১ স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এ বছর এসএসসি ও সমমানে গড় পাস করেছেন ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৩ দশমিক ০৪ শতাংশ।
চলতি বছরের ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিলো। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।