জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ খ্রিষ্টাব্দের অনার্স ৩য় বর্ষ প্রথম ইনকোর্স পরীক্ষা ১০ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকোর্স পরীক্ষা নেয়া ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে ২০২৪ খ্রিষ্টাব্দের অনার্স ২য় বর্ষ ইনকোর্স পরীক্ষা আগামী ১০ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে।
এছাড়াও ইনকোর্স পরীক্ষা নেয়া ও উত্তরপত্র পাঠানোর নিয়মে বলা হয়-ইনকোর্স পরীক্ষা নেয়া ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর দিতে হবে। ইনকোর্স পরীক্ষার নম্বর ১৫ শতাংশ ও ক্লাসে উপস্থিতির জন্য ৫ শতাংশ এর মধ্যে মূল্যায়ন করতে হবে। সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা নিবে।
সংশ্লিষ্ট শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরাসীট গালাসীল করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে বা ডাকযোগে পাঠাতে হবে। পরীক্ষার ফরমপূরণের সময় ২ টি ইনকোর্স নম্বর অন-লাইনে এন্ট্রি দিতে হবে। ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ছাড়া পরীক্ষার ফরম পূরণ করা যাবে না। ইনকোর্স নম্বর ইনপুট দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। একবার ইনকোর্স নম্বর ইনপুট দেয়ার পর তা আর পরিবর্তন করা যাবে না। দুইটি ইনকোর্স পরীক্ষার খাতা আলাদা আলাদা প্যাকেট করে এক সঙ্গে পাঠাতে হবে। প্যাকেটের উপর বড় করে ‘২০২৪ খ্রিষ্টাব্দের অনার্স ৩য় বর্ষ ইনকোর্স পরীক্ষা’ লিখতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।