মেডিক্যালে ভর্তির চতুর্থ মাইগ্রেশন চান শিক্ষার্থীরা, অধিদপ্তর বলছে— ‘নীতিমালায় নেই’ | মেডিকেল নিউজ

মেডিক্যালে ভর্তির চতুর্থ মাইগ্রেশন চান শিক্ষার্থীরা, অধিদপ্তর বলছে— ‘নীতিমালায় নেই’

মেডিকেল কলেজে দ্বিতীয় ও তৃতীয় মাইগ্রেশন সীমিত পরিসরে হওয়ায় বিষয়টি থেকে বঞ্চিত হয়েছেন প্রায় ৭০-৮০ শতাংশ শিক্ষার্থী। তারা বলছেন, প্রতিবারের মত এবারও চতুর্থ মাইগ্রেশন সুযোগ না দেওয়ায় ‘বিপাকে’ পড়েছেন তারা। যত দ্রুত সম্ভব এই মাইগ্রেশন সার্কুলার প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

#মাইগ্রেশন #মেডিকেল #ময়মনসিংহ #সরকারি মেডিকেল কলেজ #স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তিতে দ্বিতীয় ও তৃতীয় মাইগ্রেশন সীমিত পরিসরে হওয়ায় বিষয়টি থেকে বঞ্চিত হয়েছেন প্রায় ৭০-৮০ শতাংশ শিক্ষার্থী। তারা বলছেন, প্রতিবারের মত এবারও চতুর্থ মাইগ্রেশন সুযোগ না দেওয়ায় ‘বিপাকে’ পড়েছেন তারা। যত দ্রুত সম্ভব এই মাইগ্রেশন সার্কুলার প্রকাশের দাবি জানিয়েছেন ভর্তিচ্ছুরা।

সূত্র বলছে, বর্তমানে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ৩০টিরও বেশি আসন শূন্য রয়েছে। ফরেন কোটারও প্রায় ৫০ শতাংশ আসন পূরণ হয়নি; যা মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের দিয়ে ভর্তি করানোর দাবি শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বলছেন, পূর্বের মতো চতুর্থ মাইগ্রেশন এবং বেসরকারি মেডিক্যালে দ্বিতীয় সার্কুলার না হলে বহু ‘সেকেন্ড টাইমার’ মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়ে যাবে। অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন। কেউ কেউ হতাশায় আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা। ২০২২-২৩ শিক্ষাবর্ষে চতুর্থ মাইগ্রেশনের মাধ্যমে ওয়েটিং তালিকা থেকে ৯৯ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তাদের বক্তব্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অন্তর্বর্তী সরকারের আমলে ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চতুর্থ মাইগ্রেশনের মাধ্যমে ৭৬ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। তবে চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় ও তৃতীয় মাইগ্রেশন অতীতের তুলনায় সীমিত হওয়ায় অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শিবলী বলেন, চতুর্থ মাইগ্রেশন বাস্তবায়নের দাবিতে আমরা সচিবালয়ে গিয়েছিলাম। সংশ্লিষ্টদের কাছে আমাদের দাবি তুলে ধরেছি। আগের দুই বছর সরকার এই মাইগ্রেশন কার্যকর করলেও এবার তা নিয়ে গড়িমসি করছে। আমরা চাই, আগের ধারাবাহিকতা বজায় থাকুক।

জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দীন মাতুব্বর বলেন, এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কিছু করার নেই। সবকিছুই বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। আমরা কেবল নীতিমালা বাস্তবায়ন করি।'

তিনি আরও বলেন, নীতিমালায় চতুর্থ মাইগ্রেশনের কোনো নির্দেশনা নেই। তবে সরকার চাইলে বিশেষ বিবেচনায় সরকারি মেডিক্যালে চতুর্থ মাইগ্রেশন অনুমোদন দিতে পারে। এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়।

#মাইগ্রেশন #মেডিকেল #ময়মনসিংহ #সরকারি মেডিকেল কলেজ #স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর