ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাভার কেন্দ্র থেকে এবার ১২৮ জন ক্রীড়াবিদ এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ১০৭ জন পাস করেছেন। এছাড়া ২১ জন অকৃতকার্য হয়েছেন।
এবার এসএসসি পরীক্ষায় বিকেএসপির পাশের হার ৮৩ দশমিক ৫৯। পাস করা ১০৭ জনের মধ্যে ছাত্র ৬৬ আর ছাত্রী ৪১। অকৃতকার্য হওয়া ছাত্র ১২ আর ছাত্রী ৯ জন।
১০৭ জন কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ ফাইভ (এ প্লাস) পেয়েছেন। জিপিএ ফাইভ প্রাপ্তরা হলেন, টেবিল টেনিসের নুসরাত জান্নাত সিগমা, জুডোর সুদীপ্ত রায় মম, তায়কোয়ান্ডোর হৃদয় আহমেদ ও কাবাডির লিপন মজুমদার বিলিয়ন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আতুরঘর বিকেএসপি। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও কৃত্তিত্বের স্বাক্ষর রাখছেন বিকেএসপি ক্যাডেটরা। ক্রীড়া শিক্ষার প্রতিষ্ঠান হলেও এখানে একাডেমিক কাঠামোও বিদ্যমান। বিকেএসপি'র ক্যাডেটদের এসএসসি-এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।