বিদ্যালয়ে এসে হঠাৎ অসুস্থ প্রায় অর্ধশত শিক্ষার্থী | স্কুল নিউজ

বিদ্যালয়ে এসে হঠাৎ অসুস্থ প্রায় অর্ধশত শিক্ষার্থী

সোমবার (১৯ মে) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের দোতলার যষ্ঠ ও সপ্তম শ্রেণিকক্ষে ৩৫ জন ছাত্র-ছাত্রী অচেতন হয়ে পড়ে। এর আগে গতকাল রোববার (১৮ মে) ৬ জন শিক্ষার্থী অচেতন হওয়ার ঘটনা ঘটে।

#বিশ্ববিদ্যালয় #স্কুল #স্কুলছাত্রী #শিক্ষার্থী

পাবনার বেড়া উপজেলার আমিনপুরের কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে দু’দিনে প্রায় অর্ধশত শিক্ষার্থী অচেতন হয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এরমধ্যে একজন গ্রন্থাগারিক ও একজন শিক্ষকও অসুস্থ রয়েছেন। বিদ্যালয়ে যাওয়ার পর হঠাৎ করেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অসুস্থদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে চিকিৎসকরা এটাকে প্রাথমিকভাবে ‘ম্যাস হিস্টেরিয়া বা গণমনস্তাত্ত্বিক’ অসুস্থতা বলে ধারণা করলেও শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি স্কুলের আঙিনায় ও রুমে চেতনানাশক কোনো কিছু ছিটানো ছিলো। দুটি শ্রেণিকক্ষ থেকেই এক ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

সোমবার (১৯ মে) সকালে বিদ্যালয়ের দোতলার যষ্ঠ ও সপ্তম শ্রেণিকক্ষে প্রায় ৪০ জন শিক্ষার্থী অচেতন হয়ে পড়েন। এর আগে গত রোববার ৭ জন শিক্ষার্থী অচেতন হওয়ার ঘটনা ঘটে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ক্লাস শুরু হওয়ার আগে শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙিনায় ঢোকার পর থেকে রোববারের মতো একইরকম অসুস্থ বোধ করতে থাকেন। একপর্যায়ে অ্যাসেম্বলি শুরু হলে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে সেখানেই পড়ে যায়। ভয়ে অন্য শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে দৌড়ে ঢুকলে সেখানেও গণহারে তারা অসুস্থ হতে থাকেন। তাদের বেশির ভাগই একপর্যায়ে চেতনা হারিয়ে ফেলেন। এভাবে ৪০ থেকে ৪৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। শিক্ষক ও সুস্থ থাকা শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে তাদের মাথায় পানি ঢালতে থাকে। খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা বিদ্যালয়ে ছুটে আসেন। শিক্ষক ও অভিভাবকেরা অসুস্থ শিক্ষার্থীদের নিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কাশিনাথপুর উপস্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্র নিয়ে তাদের চিকিসা দেন। অনেক অভিভাবক শিক্ষার্থীদের বাড়িতে নিয়েও চিকিৎসক ডেকে এনে চিকিৎসা দেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন বলেন, ‘গত রোববার দুপুর দুইটার দিকে হঠাৎ করেই ছয় থেকে সাতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের বিভিন্ন চিৎিসাকেন্দ্রে পাঠাই। পরে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বিষয়টি আমরা অনেকটা স্বাভাবিক ঘটনা হিসেবেই নিয়েছিলাম। কিন্তু সোমবার সকাল ১০টার দিকে অ্যাসেম্বলিতে একজন ছাত্র ও ছাত্রী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলার বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম মোস্তফা বলেন, ‘এতগুলো শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনা শুনেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীদের চিকিৎসাকেন্দ্রে পাঠানোয় সহায়তা করা হয়েছে। ঠিক কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তা চিকিৎসকরাই বলতে পারবেন। তবে আমাদের কাছে শ্রেণিকক্ষগুলো অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন মনে হয়েছে।’

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বিশ্ববিদ্যালয় #স্কুল #স্কুলছাত্রী #শিক্ষার্থী