এইচএসসির ৪৫ ভেন্যু বাতিল | এইচএসসি/আলিম নিউজ

এইচএসসির ৪৫ ভেন্যু বাতিল

‘এসব কেন্দ্রে বিধিবহির্ভূতভাবে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানেই নিজেদের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহার করা হতো। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানে বসেই পরীক্ষা দিয়ে আসছিলো।’

#এইচএসসি #পরীক্ষা #পরীক্ষা কেন্দ্র

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

বিধি না মানায় আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ৪৫টি ভেন্যু বাতিল এবং ৩১টি কেন্দ্র পরিবতর্ন করা হয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব ও অসাধু শিক্ষাবোর্ড কর্মকর্তাদের যোগসাজসে এসব প্রতিষ্ঠান নিজেদের ভেন্যুতে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়তো।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জানা যায়, এসব কেন্দ্রে বিধিবহির্ভূতভাবে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানেই নিজেদের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহার করা হতো। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানে বসেই পরীক্ষা দিয়ে আসছিলো। এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর বারবার সতর্ক করা হলেও, তাদের টনক নড়েনি। তাই এসব ভেন্যুকে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তশিক্ষা বোর্ডের নির্দেশনায় বাতিল করা হয়েছে।

এই বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন আমাদের বার্তাকে বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে এসব ভেন্যুতেই এতোদিন পরীক্ষা চলেছে। বারবার বলার পরও তারা পরীক্ষা চালিয়ে যাচ্ছিলো।’

তিনি আরো বলেন, ‘পরীক্ষা নীতিমালায় স্পষ্ট বলা আছে যে, শিক্ষাপ্রতিষ্ঠান ও ভেন্যু আলাদা হবে। অর্থাৎ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবেন না। কিন্তু ওই ভেন্যুগুলোতে পরীক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানেই পরীক্ষা দিতেন। এটা সম্পূর্ণ বিধিবহির্ভূত। তাই এবার পরীক্ষা নীতিমালার ওপর জোর দিয়ে এই ভেন্যুগুলো বাতিল করা হলো। তাদেরকে অন্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় করা হয়েছে।’

এর আগে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৩টি কেন্দ্র বাতিল করা হয়। সেই সময় শিক্ষা বোর্ড জানিয়েছে, এসব কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা কম বলে অন্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এইচএসসি #পরীক্ষা #পরীক্ষা কেন্দ্র