ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির পাঁচ গবেষক | বিশ্ববিদ্যালয় নিউজ

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির পাঁচ গবেষক

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডপ্রাপ্ত গবেষকেরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান খান, বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবু সাঈদ আরফিন খান, কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক নুরুন্নবী আজাদ ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক আজিজ।

#বিশ্ববিদ্যালয়

গবেষণায় বিশেষ অবদানের জন্য ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ গবেষক। শনিবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ‘গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক এক সম্মেলনে এ সম্মাননা দেয়া হয়।

সকাল সাড়ে ১০টায় শাবিপ্রবির গবেষণাকেন্দ্রের ১২তম এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম। শাবিপ্রবির সহ-উপাচার্য মো. সাজেদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. আনোয়ার হোসেন, শাবিপ্রবির কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হোসাইন আল মামুন ও পূবালী ব্যাংকের উপপরিচালক আহমেদ এনায়েত মনজুর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডপ্রাপ্ত গবেষকেরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান খান, বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবু সাঈদ আরফিন খান, কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক নুরুন্নবী আজাদ ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক আজিজ।

#বিশ্ববিদ্যালয়