পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২ জুলাই) সকালে বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। চিকিৎসক বলছেন, শিক্ষার্থীরা সবাই শঙ্কামুক্ত। মানসিক চাপ থেকে আতঙ্কিত হয়ে এটি ঘটেছে।
জানা গেছে, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। তারা অষ্টম শ্রেণির ছাত্রী এবং সবার বাড়ি একই উপজেলার ছুটিপুর গ্রামে।
অভিভাবকরা বলেন, সকালে ভ্যানযোগে এই পাঁচজন শিক্ষার্থী পরীক্ষা দিতে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের প্রবেশমুখে হঠাৎ এক শিক্ষার্থী অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে। এরপর একে একে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করেন।
তারা আরও বলেন, বিদ্যালয়ের প্রবেশমুখে এ ঘটনা ঘটেছে। কোনো শিক্ষক তাদের সহযোগিতা করেনি, খোঁজও নেয়নি। বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুল হক বলেন, আমি ঘটনাটি শুনেছি। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার পর আমিও হাসপাতালে তাদের দেখতে যাব এবং কী কারণে ঘটনা তা চিকিৎসকের মাধ্যমে জানতে পারব।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) বলেন, একজন মাথাঘুরে অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে বাকি শিশুরাও অসুস্থ হয়ে পড়েছে। বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়। এটাকে আমরা হিস্টোরিয়া বা কনভার্সন ডিসঅর্ডার বলি। মানসিক চাপ থেকে এটা সৃষ্টি হয়। তারা সবাই শঙ্কামুক্ত।