৫ শিক্ষকের ওপর হামলা, বহিষ্কার শ্রমিক দলের নেতা | স্কুল নিউজ

৫ শিক্ষকের ওপর হামলা, বহিষ্কার শ্রমিক দলের নেতা

পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে। বাকি বিল্লাহ ফরাজী ও তাঁর ভাই সফিউল্লাহ ফরাজী এ হামলা করেন বলে জানা যায়।

#বিএনপি #শিক্ষা #শিক্ষক #প্রাথমিক বিদ্যালয়

বরগুনার পাথরঘাটায় পাঁচ শিক্ষকের ওপর হামলার অভিযোগে পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব মো. বাকি বিল্লাহ ফরাজীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বরগুনা জেলা শ্রমিক দল। এ ছাড়া পরবর্তী নির্দেশনা না হওয়া পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়।

রোববার (১১ মে) বরগুনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিনের স্বাক্ষরিত বহিষ্কার আদেশে এ তথ্য জানা যায়।

বহিষ্কার আদেশে বলা হয়, বাকি বিল্লাহ ফরাজীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনা জেলা শ্রমিক দলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা শ্রমিক দলের সভাপতি মো. নাসির উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল আমিনের নির্দেশে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২ মে সকালে পাথরঘাটা উপজেলা পরিষদের সামনে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে।

বাকি বিল্লাহ ফরাজী ও তাঁর ভাই সফিউল্লাহ ফরাজী এ হামলা করেন বলে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করে মানববন্ধন, বিদ্যালয়ে কর্মবিরতিসহ নানা কর্মসূচির ঘোষণা দেন উপজেলা শিক্ষক সমিতির নেতারা। এর অংশ হিসেবে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে গত ৯ মে মানববন্ধন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় পাথরঘাটা থানার মামলা হয়েছে। মামলার ভিত্তিতে নাসারুল্লাহ নামের এক আসামিকে আটক করা হয়েছে। এ ছাড়া শ্রমিক দলের সদস্যসচিব বাকি বিল্লাহ ফরাজী ও সফিউল্লাহ ফরাজী পালাতক রয়েছেন। তাঁদের আটকের জন্য চেষ্টা চলছে।

#বিএনপি #শিক্ষা #শিক্ষক #প্রাথমিক বিদ্যালয়