রাজস্বখাতে ৫ হাজার সিনিয়র স্টাফ নার্সের নতুন পদ | বিবিধ নিউজ

রাজস্বখাতে ৫ হাজার সিনিয়র স্টাফ নার্সের নতুন পদ

বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে এসব পদ সৃষ্টির সম্মতি দেওয়া হয়েছে। তবে পদ সৃজনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্তও আরোপ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

#সিনিয়র স্টাফ নার্স

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্বখাতে নতুন করে ৫ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদ সৃষ্টি করা হয়েছে।

সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে এসব পদ সৃষ্টির সম্মতি দেওয়া হয়েছে। তবে পদ সৃজনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্তও আরোপ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্বখাতে পাঁচ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদ সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে দেওয়া হলো-

শর্তগুলো হলো

• অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে সম্মতি নিতে হবে।

• বেতনস্কেল নিশ্চিত করতে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে ভেটিং করাতে হবে।

• প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।

• অস্থায়ী পদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৩ খ্রিষ্টাব্দের নির্দেশনা অনুসরণ করতে হবে।

• পদ সৃজনের পর হাসপাতালের নতুন সাংগঠনিক কাঠামোর অনুমোদন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিতে হবে।

• পদের অনুমোদন সংক্রান্ত জিও-তে সব শর্ত স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

• অর্থ বিভাগের সম্মতির কপি এবং জিও-র কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দুটি অনুবিভাগে পাঠাতে হবে।

সরকারি স্বাস্থ্যসেবায় নার্স সংকট দীর্ঘদিনের। নতুন এসব পদ সৃষ্টির মাধ্যমে হাসপাতালগুলোর সেবার মান কিছুটা উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#সিনিয়র স্টাফ নার্স