১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলে অনুত্তীর্ণ প্রার্থীরা সনদের দাবিতে আন্দোলন করছেন। সনদ দেয়ার জন্য তারা হাইকোর্টে রিট করেছিলেন। আদালত তাদের রিট মঞ্জুর করেছেন, আদেশ দিয়েছেন। কিন্তু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. মফিজুর রহমান রিটের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। তারা এই আপিলের নিন্দা ও প্রতিবাদ জানাতে গতকাল সোমবার ফের অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এমন প্রেক্ষাপটে অনুত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক নিবন্ধন সনদের দাবিতে আন্দোলন অযৌক্তিক মনে করেন ৫১ শতাংশ মানুষ। দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের এক জরিপে এ তথ্য উঠে।
জরিপে অংশ নেয়া বাকি ৪৮ শতাংশ মানুষ অবশ্য এমন দাবিকে যৌক্তিক মনে করেন। এ ছাড়া ১ শতাংশ মানুষ এর পক্ষে-বিপক্ষে কোনো মতই দেননি। গত ২৯ জুন দুপুর থেকে শুরু হয়ে ১ জুলাই বিকেল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এই জরিপ চলানো হয়।
দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট ১০ হাজার ২০৫ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ হাজার ৯১৩ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৫ হাজার ১৮২ জন মানুষ। হ্যাঁ বা না কোনো মন্তব্য করেননি ১১০ জন।
জরিপের প্রশ্ন করা হয় অনুত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক নিবন্ধন সনদের দাবিতে আন্দোলন কি যৌক্তিক জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।
প্রসঙ্গত, অনুত্তীর্ণ প্রার্থীর এ বিষয়ে বলছেন এনটিআরসিএর বিধিমালায় ভাইভার মোট নম্বরের ৪০ শতাংশ পেলেই পাসের কথা বলা হয়েছে। তাই যাদের সনদপত্র ও প্রশ্নোত্তরের নম্বর মিলে ৪০ শতাংশ বা তার বেশি আছে তাদের সবাইকে পাস করিয়ে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, যেহেতু লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই সনদপত্র প্রদান করা হয় আর ভাইভা অংশগ্রহণকারী সকল প্রার্থী যেহেতু লিখিত অংশে ৪০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন।
তাই তাদের সবাইকে ই-সনদ দেয়া হোক, যেহেতু এনটিআরসিএ লিখিত পরীক্ষায় নিজেদের করা ‘প্রশ্নের ধারা ও মানবণ্টন’ বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছে এবং সে লিখিত পরীক্ষায় আমরা পাস করে এসেছি এবং আমাদের বেশিরভাগেরই ভাইভার সনদপত্রে ১২ নম্বর রয়েছে তাই মানবিক বিবেচনায় হলেও পাস করানো হোক এবং ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সব কার্যক্রমে আমাদেরকেও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধাতালিকায় যুক্ত করে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেয়া হোক।
এর প্রেক্ষিতে গত ২৯ জুন সকাল থেকে টানা রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালযয়ের সামনে অবস্থান নেন তারা। এমন পরিস্থিতিতে জরিপ চালায় দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।