এসএসসিতে ফেল ভিকারুননিসার ৫৫ ছাত্রী | এসএসসি/দাখিল নিউজ

এসএসসিতে ফেল ভিকারুননিসার ৫৫ ছাত্রী

এবারের এসএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নিয়েছিল ২ হাজার ১১৬ জন শিক্ষার্থী।

#এসএসসি #ভিকারুননিসা #এসএসসি ও সমমান পরীক্ষা #ছাত্রী

‘নো ফেল স্কুল’ হিসেবে পরিচিত রাজধানীর অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবার ৫৫ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় ফেল করেছেন। বহু বছর ধরে প্রতিষ্ঠানটি ফলাফলে শীর্ষে থাকলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষের দেওয়া তথ্য অনুসারে, এবারের এসএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নিয়েছিল ২ হাজার ১১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৬১ জন। পাসের হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। তবে ফেল করেছে ৫৫ জন।

তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ফেল করেছে ৩৭ জন, মানবিকে ৮ জন এবং ব্যবসায় শিক্ষায় ফেল করেছে ১০ জন।

গত এক দশকে এই শিক্ষাপ্রতিষ্ঠানে ফেলের সংখ্যা হাতে গোনা কয়েকজন থাকলেও এবারের ফলাফল নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহলে।

অন্যদিকে, ভিকারুননিসার পাস করা ছাত্রীদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন ১ হাজার ৩২৬ জন। এই সংখ্যা বেশ উল্লেখযোগ্য হলেও ৫৫ জন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া একটি ব্যতিক্রমী চিত্র।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এসএসসি #ভিকারুননিসা #এসএসসি ও সমমান পরীক্ষা #ছাত্রী