ক্যাডেট কলেজে ৫৭৬ জনের মধ্যে ৫৭১ জনই এ প্লাস | পরীক্ষা নিউজ

ক্যাডেট কলেজে ৫৭৬ জনের মধ্যে ৫৭১ জনই এ প্লাস

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট কলেজগুলো থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব পরীক্ষার্থীই পাস করেছে। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৯ দশমিক ১৩ শতাংশ। গত বছর এই হার ছিল ৯৯ দশমিক ৬৭ শতাংশ।

#এসএসসি #এসএসসি ও সমমান পরীক্ষা #এসএসসি ভোকেশনাল #ক্যাডেট কলেজ #জিপিএ-৫

এ বছরের এসএসসি পরীক্ষায় দেশের ক্যাডেট কলেজগুলো তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। ১২টি ক্যাডেট কলেজ থেকে পরীক্ষা দেওয়া ৫৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭১ জনই জিপিএ-৫ পেয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট কলেজগুলো থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব পরীক্ষার্থীই পাস করেছে। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৯ দশমিক ১৩ শতাংশ। গত বছর এই হার ছিল ৯৯ দশমিক ৬৭ শতাংশ।

এতে বলা হয়, দেশের ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজগুলো শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং সুনাগরিক ও নেতৃত্বগুণসম্পন্ন চৌকস ক্যাডেট গড়ে তোলার জন্যও পরিচিত।

ক্যাডেট কলেজে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, বরং চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমের ওপর সমান গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত ও নিয়ন্ত্রিত পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় পরিচর্যা, কঠোর অধ্যবসায় ও সুশৃঙ্খল জীবনধারাই এই অসাধারণ ফলাফলের ভিত্তি তৈরি করেছে।

ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা, অধ্যক্ষ ও শিক্ষকদের একাগ্রতা, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল হিসেবেই এই সাফল্য এসেছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এসএসসি #এসএসসি ও সমমান পরীক্ষা #এসএসসি ভোকেশনাল #ক্যাডেট কলেজ #জিপিএ-৫