দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘জাল শিক্ষকের’ বিষয়ে সংবাদ দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমে আসতেই থাকে। জানা গেছে, সারা দেশে জাল শিক্ষকের সংখ্যা কম নয়। সম্প্রতি এই জাল শিক্ষকদের একটা অংশকে প্রমার্জনের উদ্যোগও নেয়া হচ্ছে বলে খবর আসে।
এমন পরিস্থিতিতে সম্প্রতি দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এক জরিপে দেখা গেছে, জাল শিক্ষকদের প্রমার্জনের উদ্যোগ সমর্থন করেন না ৬৪ শতাংশ মানুষ। পাশাপাশি, ৩৪ শতাংশ মানুষ এ উদ্যোগকে সমর্থনও জানিয়েছেন। জাল শিক্ষকদের প্রমার্জনের উদ্যোগ আপনি সমর্থন করেন কি? এমন প্রশ্নের উত্তরে এমনটি জানা গেছে। এ ছাড়া বাকি ২ শতাংশ মানুষ এর পক্ষে বা বিপক্ষে কোনো মত দেননি।
এ জরিপে অংশ নিয়েছেন মোট ৩ হাজার ৬৭৯ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ হাজার ২৬৪ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ২৩৩৯ জন মানুষ।
গত ২২ এপ্রিল সকাল থেকে শুরু হয়ে ২৪ এপ্রিল বিকেল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এই বিষয়ে একটি জরিপ চলানো হয়। জরিপের প্রশ্নটি ছিলো, জাল শিক্ষকদের প্রমার্জনের উদ্যোগ আপনি সমর্থন করেন কি? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।
প্রসঙ্গত, স্নাতক (সম্মান ও পাস) ডিগ্রি, এনটিআরসিএর নিবন্ধন সনদ, বিএড সনদ জাল নিয়েই শিক্ষকতা পেশায় ঢুকে পড়েন এমপিওভুক্তও হওয়া শিক্ষকদের নিয়ে প্রথমে সহকর্মীদের কানাঘুষা, পরে দৈনিক শিক্ষাডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন, সবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের অনুসন্ধান। অতপর শিক্ষাবিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তায় ধারাবাহিকভাবে হাজার হাজার জাল শিক্ষকের তালিকা প্রকাশ। এরপর কেউ গা ঢাকা, কেউবা শিক্ষকতা পেশা থেকে ইস্তফা, কেউবা বরখাস্ত। তবে, একটা বড় অংশ হাল ছাড়েননি। তারা জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেসরকারি শিক্ষক নেতা ও একশ্রেণির শিক্ষা প্রশাসককে ‘ম্যানেজ’ করে চাকরি রক্ষার উদ্যোগ নিয়েছেন। প্রমার্জন পাওয়ার চেষ্টা করছেন তারা। তাদেরকে সুযোগ দেয়া হবে বৈধ প্রতিষ্ঠান থেকে সনদ নিয়ে। এমন খবরের সূত্র ধরেই প্রশ্ন আসে, জাল শিক্ষকদের প্রমার্জনের উদ্যোগ সঠিক কি না?
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।