ফাইল ছবি
মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমান পরীক্ষার ১৪তম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৯৭ পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ১৩ পরীক্ষার্থীকে। এদের মধ্যে ৩ জন এসএসসির, ১০ জন দাখিলের ।
বৃহস্পতিবার (৮ মে) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।
জানা গেছে, বৃহস্পতিবার এসএসসির নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৫ লাখ ৩৫ হাজার ৭৮৭ জন। ২ হাজার ২৮২টি কেন্দ্রে অনুষ্ঠিত এদিনের পরীক্ষায় অংশ নেন ৫ লাখ ৩২ হাজার ৩১৪ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৭৩ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ০ দশমিক ৬৫ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৩ জনের ২ জন ময়মনসিংহ বোর্ডের ও ১ জন দিনাজপুর বোর্ডের।
এসএসসির ১৪ তম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৮৯৫ জন, চট্টগ্রাম বোর্ডে ১৫৬, রাজশাহী বোর্ডে ৫৯৯, বরিশাল বোর্ডে ১৫৬ , সিলেট বোর্ডের ১১৫, দিনাজপুর বোর্ডে ৬১৬, কুমিল্লা বোর্ডের ৩০৭, ময়মনসিংহ বোর্ডে ৩১১ ও যশোর বোর্ডে ৩১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাদরাসা বোর্ডে দাখিলের ১৪তম দিনে সারা দেশের ৫৮৬টি কেন্দ্রে জীববিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩২ হাজার ৪২৬ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৩১ হাজার ৬৯৩ জন এবং অনুপস্থিত ছিলেন ৭৩৩ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ২৬ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ১১তম দিনের ভোকেশনালে (এসএসসি ও দাখিল) ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৬৯৯টি কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৬ হাজার ৭২৩ জন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮৯১ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৪২ শতাংশ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।