চবির ৫ম সমাবর্তনে ৭৫ জনকে পিএইচডি-এমফিল ডিগ্রি প্রদান | বিশ্ববিদ্যালয় নিউজ

চবির ৫ম সমাবর্তনে ৭৫ জনকে পিএইচডি-এমফিল ডিগ্রি প্রদান

বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে ২০১১ খ্রিষ্টাব্দ থেকে ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ২২ হাজার ৬৮৬ জন অংশগ্রহণ করেছেন। এটিই দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন।

#চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #চবি #পিএইচডি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে ৪২ জনকে ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি) ও ৩৩ জনকে মাস্টার্স অব ফিলোসোফি (এমফিল) ডিগ্রি প্রদান করা হয়েছে। বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে ২০১১ খ্রিষ্টাব্দ থেকে ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ২২ হাজার ৬৮৬ জন অংশগ্রহণ করেছেন। এটিই দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ও সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশ মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #চবি #পিএইচডি