শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা চলছে বলে মনে করেন ৮৯ শতাংশ | বিবিধ নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা চলছে বলে মনে করেন ৮৯ শতাংশ

জরিপে অংশ নেয়া বাকি ৯ শতাংশ মানুষ এমন বক্তব্যে একমত নন। এ ছাড়া বাকি ২ শতাংশ মানুষ এর পক্ষে-বিপক্ষে কোনো মত দেননি।

#শিক্ষাপ্রতিষ্ঠান #স্কুল #কলেজ #বিশ্ববিদ্যালয়

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ড. সি আর আবরার, আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত? এমন প্রশ্নে, সমর্থন জানিয়েছেন ৮৯ শতাংশ মানুষ। দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া বাকি ৯ শতাংশ মানুষ এমন বক্তব্যে একমত নন। এ ছাড়া বাকি ২ শতাংশ মানুষ এর পক্ষে-বিপক্ষে কোনো মত দেননি।

দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট ৫ হাজার ৯০০ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৫ হাজার ২৩৭ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৫৫৮ জন মানুষ।

গত ২৬ এপ্রিল দুপুর থেকে শুরু হয়ে ২৮ এপ্রিল বিকেল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইট এই বিষয়ে একটি জরিপ চলানো হয়। জরিপের প্রশ্নটি ছিলো, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ড. সি আর আবরার, আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা চলছে বলে মনে করেন ৮৯ শতাংশ

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল ফরিদপুরে সাহিত্য ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা যেনো আর না ঘটে সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। পুরো সমাজ একটি অস্থিরতার মধ্যে চলছে এবং সব যে রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ভাবাও বোধ হয় ঠিক নয়।’

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষাপ্রতিষ্ঠান #স্কুল #কলেজ #বিশ্ববিদ্যালয়