ছবি : দৈনিক শিক্ষাডটকম
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) পরীক্ষার ষষ্ঠ দিনে সারাদেশে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৯ পরীক্ষার্থীকে। অনুপস্থিত ছিলেন ৮ হাজার ৯৫৬ পরীক্ষার্থী। এ দিন বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।
জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসির আটটি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৮৯ হাজার ৭৮৪ জন। মোট ১ হাজার ৪০৮ টি কেন্দ্রের তথ্য অনুযায়ী এদিনের পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৮০ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ৮ হাজার ৯৫৬ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৮৩ শতাংশ।
এ দিন সাধারণ শিক্ষা বোর্ডে বিজ্ঞান গ্রুপের পদার্থ বিজ্ঞান(তত্ত্বীয়) ১ম পত্র, ব্যবসায় শিক্ষা গ্রুপের হিসাববিজ্ঞান ১ম পত্র ও মানবিকের যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৯ জনের ২ জন ময়মনসিংহ, ২ জন চট্টগ্রাম, ১ জন বরিশাল, ১ জন দিনাজপুর, ২ জন যশোর, ১ জন রাজশাহী বোর্ডের।
এইচএসসির ৬ষষ্ঠ দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫৯০, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২৮০, রাজশাহী বোর্ডে ১ হাজার ২৪৩, বরিশাল বোর্ডে ৫৪০, সিলেট বোর্ডে ৮২৮, দিনাজপুর বোর্ডে ৯৪৪, ময়মনসিংহ বোর্ডে ৫৯৭ ও যশোর বোর্ডে ৯৩৪ জন পরীক্ষার্থী।
প্রসঙ্গত, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার পর শিক্ষা কুমিল্লা, মাদরাসা, কারিগরি বোর্ডগুলো থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয় বন্যা পরিস্থিতির কারণে এসব বোর্ডের অধীনে আজকের (বৃহস্পতিবার) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।