এমপিওভুক্ত হচ্ছেন আরো ৯৮২ শিক্ষক | এমপিও নিউজ

এমপিওভুক্ত হচ্ছেন আরো ৯৮২ শিক্ষক

তাদের মধ্যে স্কুলের ৭৫১ এবং কলেজের ২৩১ জন শিক্ষক রয়েছেন।

#এমপিও #শিক্ষক #স্কুল #কলেজ

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৯৮২ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ৭৫১ এবং কলেজের ২৩১ জন শিক্ষক রয়েছেন।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জুলাই মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন।

কোন অঞ্চলের কতোজন এমপিওভুক্ত

সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, স্কুলের ৭৫১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫৮, চট্টগ্রামের ৯, কুমিল্লার ১৪, ঢাকার ৭৩, খুলনার ৪৭, ময়মনসিংহের ৪৬, রাজশাহীর ১২০, রংপুরের ৩৭৫ এবং সিলেটের ৯ জন তালিকায় রয়েছেন।

কলেজের ২৩১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৯, চট্টগ্রামের ৭, কুমিল্লার ২, ঢাকার ৪১, খুলনার ১৫, ময়মনসিংহের ৮, রাজশাহীর ৫৫, রংপুরের ৬৩ এবং সিলেট অঞ্চলের ১১ জন রয়েছেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এমপিও #শিক্ষক #স্কুল #কলেজ