ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯ম ইএসওএল দিবস উদযাপিত | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯ম ইএসওএল দিবস উদযাপিত

ইএসওএল শুধু ভাষা শেখার বিষয় নয়, বরং এটি আন্তঃসাংস্কৃতিক বন্ধনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকের বৈশ্বিক বাস্তবতায় এর প্রয়োজনীয়তা আরো বেড়েছে।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #ইএসওএল দিবস #ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ৯ম ইএসওএল দিবস।

মঙ্গলবার (৮ জুলাই) ‘সাংস্কৃতিক সুর ও বৈশ্বিক কণ্ঠের সংযোগ’ এ প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানটি সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। তিনি বলেন, ইএসওএল শুধু ভাষা শেখার বিষয় নয়, বরং এটি আন্তঃসাংস্কৃতিক বন্ধনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকের বৈশ্বিক বাস্তবতায় এর প্রয়োজনীয়তা আরো বেড়েছে।

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

বিশেষ অতিথির বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তালাবুর রহমান, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফরবস এবং আইএমএলর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবসর কামাল।

তারা সবাই ভাষাশিক্ষার পাশাপাশি সংস্কৃতি, যোগাযোগ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও ইএসওএল প্রোগ্রামের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠান আয়োজনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সাইদুর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে ইএসওএল বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ভাষাভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। গান, আবৃত্তি, নাটিকা ও দলীয় পরিবেশনার মাধ্যমে তারা বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির প্রতিফলন ঘটায়।

দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, ভাষা-গবেষক এবং বিদেশি অতিথিরা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইএসওএল গ্র্যাজুয়েট ব্যাচ। আয়োজনে সহযোগিতা করে সিওএল।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #ইএসওএল দিবস #ঢাবি