বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ বলেছেন, ‘সামাজিক আচরণ পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ জুলাই অভ্যুত্থান। এই আন্দোলনের কারণে আমরা এখন মুক্ত। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও তীব্র মানসিক চাপ রয়েছে। এটি নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
বুধবার (৩০ এপ্রিল) ইউজিসিতে সামাজিক ব্যবহার পরিবর্তন বিষয়ক ‘সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ (এসবিসি) রিসার্স শেয়ারিং’ প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
এসময় দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সামাজিক আচরণ পরিবর্তন (এসবিসি) বিষয়ে তৈরি গবেষণা রিপোজিটরির যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দিন খান ও প্রফেসর ড. মাছুমা হাবিব।
প্যানেল আলোচক হিসেবে অংশ নেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আ কা ফিরোজ আহম্মেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্স বিভাগের প্রফেসর ড. শাফিউন নাহিন শিমুল, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম প্রমুখ।
সামাজিক এবং আচরণগত পরিবর্তন বিষয়ে দেশের গবেষণা তথ্যগুলো একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য ‘এসবিসি রিসার্চ রিপোজিটরি’ তৈরি করা হয়েছে। এতে গত পাঁচ বছরে দেশে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে পরিচালিত ১৫০টি গবেষণার তথ্য সংরক্ষণ করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গবেষকরা দ্রুত ও সহজে এসবিসি বিষয়ক গবেষণার তথ্য উপাত্ত সংগ্রহ এবং ভবিষ্যতে এই বিষয়ে নতুন গবেষণা পরিচালনার দিক নির্দেশনা পাবেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।